এএনএম নিউজের খবরে শিলমোহর, মুখ্যসচিবের মেয়াদ বাড়াল কেন্দ্র

রাজ্যের অনুরোধে সাড়া দিল কেন্দ্রীয় সরকার। অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর (Hari Krishna Dwivedi) মেয়াদ বাড়াল কেন্দ্র। এএনএম নিউজের খবরে শিলমোহর পড়েছে আজ।

author-image
SWETA MITRA
New Update
hari kri.jpg

নিজস্ব প্রতিনিধিঃ আবারও এএনএম নিউজের খবরে শিলমোহর পড়ল।  সর্বপ্রথম আপনি এএনএম নিউজে এটি সম্পর্কে প্রথম শুনেছিলেন এবং পড়েছিলেন। আমরাই প্রথম আপনাদের জানিয়েছিলাম যে কেন্দ্র নীতিগতভাবে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীর (HK Dwivedi) মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে।

122.jpg

এইচ কে দ্বিবেদীর ৩০ জুন অর্থাৎ আজ অবসর নেওয়ার কথা ছিল। যদিও এএনএম নিউজ আজ থেকে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেইসময়ে এএনএম নিউজ প্রধানমন্ত্রীর দফতর সূত্র মারফত আগেই কেন্দ্রের এই পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছিল। যদিও আজ সেই খবরে অবশেষে শিলমোহর পড়ল।  গত ২৮ জুন আন্ডার সেক্রেটারি কুলদীপ চৌধুরীর স্বাক্ষরিত সরকারি চিঠি পাঠিয়েছে পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট। এইচ কে দ্বিবেদী, রাজ্য সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ আইএএস অফিসার হিসাবে পরিচিত।