/anm-bengali/media/media_files/TICRn3PHzUSvsBRiryis.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ঘুষের বিনিময়ে প্রশ্ন বিতর্কে এবার মহুয়া মৈত্রকে নিয়ে এক বড় আপডেট এসেছে সামনে। পার্লামেন্টের এথিক্স কমিটির খসড়া রিপোর্টে অনুমোদন দেওয়া হয়েছে লোকসভায়। মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের পক্ষে খসড়া রিপোর্টে এথিক্স কমিটির সিলমোহর। এই নিয়ে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার বলেন, 'মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটি একটা খসড়া রিপোর্ট তৈরি করেছে। আজকের বৈঠকে সেই রিপোর্ট তৈরি করা হয়েছে। ৬ জন তার পক্ষে এবং ৪ জন তার বিপক্ষে। আগামীকাল লোকসভার অধ্যক্ষের কাছে সম্পূর্ণ রিপোর্ট পেশ করা হবে। তারপর যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, সেটা নেবেন অধ্যক্ষ'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
#WATCH | On allegations of 'cash for query' against TMC MP Mahua Moitra, Ethics Committee chairman Vinod Sonkar says, "A report had been drafted by the Ethics Committee on the allegations against Mahua Moitra. The report has been drafted in today's meeting. Six members supported… pic.twitter.com/AX07HArt8k
— ANI (@ANI) November 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us