/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্ট ক্লাবের ময়দান টেন্টে বৃহস্পতিবার নজিরবিহীন অশান্তি ধরা পড়ল। নতুন সদস্য নেওয়া নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর আইনজীবীদের মধ্যে বেধে যায় তীব্র বিবাদ। পরিস্থিতি চরমে গিয়ে পৌঁছালে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনাও ঘটে। আগামীকাল, শুক্রবারই ক্লাবের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা, তার আগেই বিশৃঙ্খলার ছবি ধরা পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তাঁরা বিশেষ সভা ডেকে বাইরের আইনজীবীদের সদস্যপদ দেওয়ার চেষ্টা করছেন। এই সভার বিরোধিতা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘনিষ্ঠ ও হাইকোর্টের বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/fi0bIZuJ9RK0GutUQhkc.jpg)
অভিযোগ, বেআইনিভাবে সভা ডাকার প্রতিবাদ জানাতেই অনিত দাশ-সহ তৃণমূলের লিগাল সেলের নবনির্বাচিত নেতৃত্বকে মারধর করা হয়। ধাক্কাধাক্কির শিকার হন আনসার মণ্ডল ও প্রসূন দত্তও। হাইকোর্টের তৃণমূল লিগাল সেলের প্রাক্তন কনভেনার তরুণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল উঠেছে।
এই ঘটনার জেরে হাইকোর্ট ক্লাবের অন্দরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসে পড়ল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us