/anm-bengali/media/media_files/Snp5dcbYf1gQ2ZBbSeTy.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে তোলপাড় বাংলাজুড়ে। রাজ্যের 'এলিট' বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে পড়ুয়াকে খুন করা হয়েছে বলে দাবি মৃত স্বপ্নদীপের বাবার। রামপ্রসাদ কুণ্ডুর অভিযোগের ভিত্তিতে হোস্টেলের প্রাক্তনী সৌরভকে গ্রেফতারও করা হয়। তাঁর আঙ্গুল প্রাক্তন পড়ুয়াদের দিকেই। পুলিশের নজরে রয়েছে আরও কয়েকজন। এখনও পর্যন্ত পুলিশের ভূমিকায় বেশ সন্তুষ্ট মৃত ছাত্র স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু। তবে এর পাশাপাশি তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন যা জানলে শিউরে উঠবেন আপনি নিজেও। শনিবার ধৃত সৌরভ রায় চৌধুরীকে আদালতে পেশ করা হয়। সেখানে তাকে ২২ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অনুমান, আরো কিছু তথ্য বেরিয়ে আসতে পারে।
স্বপ্নদীপ কুণ্ডুর বাবা দাবি করেন যে সৌরভকে ধরা হয়েছে শুনে তিনি খুব খুশি। তবে তিনিও নানা জায়গা থেকে খবর পাচ্ছেন যে বাইরে থেকে বিভিন্ন লোকেদের ডেকে নিয়ে যাওয়া হয় ছেলেদের ধর্ষণ করার জন্য। এদের উপর শারীরিক অত্যাচার করা হয়। তাঁর জীবনের কষ্ট-দুঃখ কিছুতেই কমবে না। তবে এদের ধরা হলে, সেই কষ্ট কিছুটা লাঘব হবে। তাই এই অভিযুক্তদের শাস্তি দেখতে চান তিনি। নদিয়ার বগুলা থেকে সাহিত্যের টানে যাদবপুরে পড়তে চেয়েছিল ছেলেটি। কিন্তু ধাতস্থ হওয়ার সময়টুকুও পেল তরতাজা স্বপ্নদীপ।
সাত দিন আগেই ভর্তি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তিন দিন ক্লাসও করার পরই নিভে গেছে সব স্বপ্নের দীপ। তার বগুলার বাড়িতে এখন শুধুই হাহাকার আর অন্ধকার। চরম হতাশায় বাবা-মা আর পরিজনরা। অ্যালবাম উল্টে ছেলের ছোটবেলার ছবি দেখে ডুকরে কাঁদছেন মা স্বপ্না কুণ্ডু। চোখের জল ধরে রাখতে পারছেন না বাবাও। বাবা বারবার বলছেন যে ওটা যাদবপুর না যমপুর। বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করে উচ্চমাধ্যমিকে ৭৮ শতাংশ নম্বর পেয়েছিল স্বপ্নদীপ। কিন্তু বিজ্ঞান নিয়ে পড়লেও বাংলার প্রতি টান অনুভব করে প্রথমে বগুলা শ্রীকৃষ্ণ কলেজে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হলেও পরে যাদবপুরে বাংলা পড়ার সুযোগ পেয়ে আর দ্বিতীয় বার ভাবেনি সে। ইতিমধ্যেই স্বপ্নদীপের বাড়িতে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছেলেকে ফেরাতে পারবেন না কিন্তু কালপ্রিটদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলে যে আর ফিরবে না, সেটা জেনেও মানতে পারছেন না স্বপ্নদীপের মা-বাবা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us