ভাঙড়ে কৃষককে খুন!

ভাঙড়ে কৃষককে পিটিয়ে মারার অভিযোগ। জমি বিবাদের জেরে পোলেরহাটে পিটিয়ে খুন।

author-image
Jaita Chowdhury
New Update
Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ভাঙড়ে কৃষককে পিটিয়ে মারার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, জমি বিবাদের জেরে পোলেরহাটে পিটিয়ে খুনের অভিযোগ করেছে পরিবার। তাদের আরও দাবি, শরিকি জমি বিক্রি নিয়ে আত্মীয়দের সঙ্গে গন্ডগোল চলছিল। শনিবার রাতে চাষের জমি থেকে কৃষকের দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য স্থানীয় এলাকায়। 

Murder