BREAKING: ভোট-হিংসার বলি তামান্না, এবার হাইকোর্টে যাচ্ছেন মা-বাবা!

মহিলা তুললেন গুরুতর অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কালীগঞ্জে ভোটের বিজয় উদযাপনের মাঝে ৯ বছরের তামান্না খাতুনের বোমাবাজিতে মৃত্যু হয়। ২৪ জনের বিরুদ্ধে এফআইআর কিন্তু তাতে গ্রেফতার মাত্র ৯ জন। অধরা ১৫ জন অভিযুক্ত। এবার ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টে যাচ্ছেন তামান্না খাতুনের মা-বাবা। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশে আস্থা আছে কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ নাবালিকার মায়ের।

All India Trinamool Congress (TMC) | Finger at EC and police: Salim meets Tamanna  Khatun's parents, 4 more held for murder - Telegraph India