/anm-bengali/media/media_files/2025/08/12/saralapp_007-scaled-2025-08-12-10-28-10.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বুথ কমিটিতে ভুয়ো কর্মী ঢুকে পড়েছে কি না, তা খতিয়ে দেখতে নতুন পদক্ষেপ নিল বিজেপি। সোমবার কলকাতায় আয়োজিত ‘বুথ সশক্তিকরণ অভিযান’-এ দলের শীর্ষ নেতৃত্ব চালু করলেন নতুন মোবাইল অ্যাপ ‘সরল’।
বিজেপি সূত্রে জানা গেছে, নাম সরল হলেও এর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের ৮১ হাজারেরও বেশি বুথের মধ্যে ৬৫ হাজার বুথ কমিটি গঠনের ঘোষণা করেছে বিজেপি। তবে এসব কমিটিতে যুক্ত কর্মীরা সত্যিই দলের কি না, নাকি কেউ ভুয়ো পরিচয়ে ঢুকে পড়েছেন—এই যাচাই করতেই তৈরি হয়েছে অ্যাপটি।
‘সরল’ অ্যাপ ব্যবহারে সংশ্লিষ্ট বুথ কর্মীর ফোন নম্বর দিলে ওটিপি আসবে। এরপর অ্যাপেই দেখা যাবে তাঁর নিবন্ধিত তথ্য, বুথের নাম, ঠিকানা ও সচিত্র পরিচয়পত্র। ফলে ভুয়ো কর্মী শনাক্ত করা সহজ হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/08/X44lbYzpsn2x0oVeqFyN.jpg)
সোমবার ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্যস্তরে এই অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিগগিরই জেলা স্তরে প্রশিক্ষণ শুরু হবে। আগামী ২৪ অগস্ট থেকে অ্যাপ ব্যবহার করে বুথ কমিটির যাচাই প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে গঠিত বুথ কমিটিগুলির মধ্যে ৫০ হাজারের যাচাই শেষ হলেও ১৫ হাজার এখনও বাকি। প্রতিটি কমিটিতে আপাতত একজন সভাপতি ও দুই সহযোগী থাকছেন।
দলের একাংশের দাবি, সব বুথ কমিটি বাস্তবে গঠিত হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন আছে। তবে বিজেপি নেতৃত্বের মতে, এবার সেই সমস্ত সংশয় দূর করবে ‘সরল’ অ্যাপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us