/anm-bengali/media/media_files/HxQqj9xkukTLJOeTqYPM.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের নেতা ও চিকিৎসক ডা. শান্তনু সেন-এর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (WBMC)। অভিযোগ, বিদেশি ভুয়ো ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন শান্তনু। বৃহস্পতিবার তাঁকে কাউন্সিলের বৈঠকে ডাকা হলে, তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।
ফলে, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ বছরের জন্য তাঁর চিকিৎসা করার অনুমতি (রেজিস্ট্রেশন) স্থগিত রাখা হবে। অর্থাৎ, তিনি এই সময়কালে আর চিকিৎসকের পেশা চালিয়ে যেতে পারবেন না।
কী ছিল অভিযোগ?
ডা. শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি F.R.C.P (ফেলো অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস) নামক একটি সম্মানসূচক ডিগ্রি নিজের প্রফেশনাল ডিগ্রি হিসেবে ব্যবহার করছিলেন, যা রেজিস্ট্রেশনের জন্য প্রযোজ্য নয়।
রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় জানিয়েছেন, "ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার অভিযোগ প্রমাণিত হয়েছে। WBMC-কে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহার করা হয়েছিল"। আর সেই জন্যেই এবার তার রেজিষ্ট্রেশন বাতিল করলো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।