New Update
/anm-bengali/media/media_files/gwdPeAx22XQe5vGaOB63.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার নাম না করে মমতাকে দিদিমা বলে চরম আক্রমণ করলেন তথাগত রায়।
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
তিনি ট্যুইট করে বলেছেন, "ঢপবাজিতেও দিদিমা সিপিএমের অনুকরণ করেন। উনিশশো-নব্বইয়ের দশকের থেকে আমরা এগুলো শুনে আসছি। সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের মৌ-সই মনে পড়ছে।”আজ এগারো দিস্তে মৌ সই হয়েছে, শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের জয়যাত্রা রোখে কে”?- তথাগত রায়ের ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
ঢপবাজিতেও দিদিমা সিপিএমের অনুকরণ করেন। উনিশশো-নব্বইয়ের দশকের থেকে আমরা এগুলো শুনে আসছি। সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের মৌ-সই মনে পড়ছে।”আজ এগারো দিস্তে মৌ সই হয়েছে, শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের জয়যাত্রা রোখে কে”?
— Tathagata Roy (@tathagata2) June 25, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us