New Update
/anm-bengali/media/media_files/2025/09/21/screenshot-2025-09-pm-2025-09-21-15-30-11.png)
নিজস্ব সংবাদদাতা: কলকাতার অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি হল বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো। এবছর তাদের থিম 'অস্তিত্ব'।
/anm-bengali/media/post_attachments/3ecb177c-041.png)
'অস্তিত্ব থাকা মানে কি নিজের মত থাকা?' এই গূঢ় তত্বের অন্বেষনেই এই ভাবনা বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির।
/anm-bengali/media/post_attachments/07fff2a3-bed.png)
এবছর তাদের পুজো ৭৮ বছরে পা দিয়েছে। প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটে নির্মিত এই পুজোর ভাবনা ও মৃৎশিল্পী দেবাশীষ কর।
/anm-bengali/media/post_attachments/c11b9fc2-633.png)
২২ তারিখ উদ্বোধন হবে এই পুজোর। বর্তমান সেলেব এনে উদ্বোধনের ভিড়ে এনাদের পরিকল্পনা সত্যিই মন ছুঁয়ে যাবে। তাদের পুজো উদ্বোধন করবেন বয়স্ক মানুষেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us