প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে ভালো খবর!

অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আলিপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে আজ দুপুরেই। কেমন রয়েছেন এখন? মেডিক্যাল বুলেটিন এল সামনে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Buddhadeb-Bhattacharya

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: তীব্র শারীরিক অসুস্থতার কারণে আজ দুপুরে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাওয়ায় হাসপাতালে আনা হয় তাঁকে। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ড। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এছাড়াও মেডিক্যাল বোর্ডে রয়েছেন ধ্রুব ভট্টাচার্য, সৌতিক পণ্ডা, সুস্মিতা দেবনাথ, আশিস পাত্র, অঙ্কন বন্দ্যোপাধ্যায় এবং সরোজ মণ্ডল প্রমুখ। ইতিমধ্যে জানা গেছে যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

wood

হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয় যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্যর ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। তাঁর যাবতীয় পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট খুব তাড়াতাড়ি আসবে।