New Update
/anm-bengali/media/media_files/yxfebXoImza7SnZ14HPC.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাত পেরোলেই সিপিএমের যুব সংগঠন ডিওআইএফআইয়ের ব্রিগেড সমাবেশ। তার আগে শনিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে যায় যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব। বাড়ি থেকে বেরিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁদের হাত ধরে বলেছেন আগামীকাল সমাবেশ ভালো হবে। তবে অডিও বা লিখিত বার্তা দিতে পারেননি তিনি। প্রিয় নেতার বার্তায় কেঁদে ফেললেন সমর্থকরা।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us