নিজস্ব সংবাদদাতা: ফের মনোরম সকালে কলকাতায় মিললো টাকার খনি। যা নিয়ে পড়লো শোরগোল। কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। ব্যাগ ব্যাগ ভর্তি টাকা দেখতে বাসস্ট্যান্ডে পড়লো মানুষের ভিড়। আর তার জেরে সাতসকালে বিশাল যানজট পড়লো এসপ্ল্যানেড বাসস্ট্যান্ডে।
যা জানা যাচ্ছে, প্রায় ৩ লক্ষ টাকা মিলেছে বলে সন্দেহ পুলিশের। জাল নোট পাচারের সন্দেহ পুলিশের। মালদা থেকে বাসে এক ব্যক্তি এই পরিমাণ টাকা নিয়ে এসেছিলেন বলেই জানা যাচ্ছে। তাঁর কাছে বড় বড় দুটি ব্যাগ দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারাই পুলিশে খবর দেয়। প্রথমে ময়দান থানার পুলিশ এসে ঐ লোকটিকে আটক করে। তারপর তাঁর ব্যাগ খুলে দেখে প্রচুর পরিমাণে টাকা। তারপরই খবর দেওয়া হয় এসটিএফকে। এসটিএফ এসে আপাতত টাকা গোনার কাজ চালাচ্ছে। আর ঐ লোকটিকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। সে টাকা নিয়ে কোথায় যাচ্ছিল আর এগুলি জাল নোট কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।