File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের জমা জলে মৃত্যু। পুজোর আবহেই শোকের ছায়া নেমে এল দক্ষিণ কলকাতার সরশুনার ক্ষুদিরাম পল্লীতে। রবিবার সকালে দোকানের শাটার তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সুমন্তী দেবী (৬২)-র।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সকালে নিজের দোকানের সামনে জমা জলে দাঁড়িয়ে শাটার তুলছিলেন সুমন্তী দেবী। তখনই দোকানের দরজা বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
তাঁকে বাঁচাতে ছুটে যান আরও দু’জন। কিন্তু তাঁরাও বিদ্যুতের ছোঁয়ায় আক্রান্ত হন। যদিও তাঁরা সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান। শেষ পর্যন্ত আর রক্ষা করা যায়নি সুমন্তী দেবীকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/13/FQV1nOo0Y4J2nipw72AQ.jpg)
এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় সঠিক ড্রেনেজ সিস্টেম নেই। বর্ষা নামলেই রাস্তায় জল জমে থাকে দিনের পর দিন। একাধিকবার কাউন্সিলরকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
স্থানীয়দের দাবি, এলাকায় বহু শিশু রয়েছে। এভাবে জল জমে থাকলে যেকোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us