New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: জাতীয় নির্বাচন কমিশন শুরু করল সাংবাদিক বৈঠক। 'ভোট হল বাংলায় ১৪ তম পার্বণ', বললেন মুখ্য নির্বাচন কমিশনার। এছাড়াও তিনি বলেন, 'সব রাজনৈতিক দলই চায় অবাধ নির্বাচন। রাজনৈতিক দলগুলি জানিয়েছে বাংলায় ভয়ের পরিবেশ আছে। হিংসামুক্ত, অবাধ, শান্তিপূর্ণ ভোট করাতে চায় কমিশন'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us