ঘুষি, বুকে পেটে লাথি! 'কালীঘাটের কাকু'র দাদা...

'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র চাকরিতে রেখেছিলেন তাকে। সেই ব্যক্তির বিরুদ্ধেই কালীঘাটের কাকুর দাদা অজয়কৃষ্ণকে বেধড়কভাবে মারধরের অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Ajay-krisna-Bhadra

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শারীরিকভাবে আক্রমণের শিকার সুজয়কৃষ্ণ ভদ্রের দাদা অজয়কৃষ্ণ ভদ্র। অভিযোগ ওঠে যে ক্লাবের সদস্যদের দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে ও ঘুষিও নাকি মারা হয় তাঁকে। পাশাপাশি বুকে পেটে লাথিও নাকি মারা হয়। জানা গিয়েছে যে গত ৩০ তারিখ বেহালা উত্তরসূরী ক্লাবে জেনারেল মিটিং ছিল। সেখানেই ক্লাবেরই একটি চালক রাজু দাসের বিভিন্ন কুকীর্তির কথা সামনে তুলে ধরেন তিনি। অভিযোগ করেন যে এরপরেই রাস্তায় বেরনোর সঙ্গে সঙ্গে অভিযুক্ত রাজু দাস তাঁকে ফেলে মারধর করে। বয়স্ক ব্যক্তির মুখে ঘুষি মারার পাশাপাশি পিঠে পেটে লাথি মারা হয়। এরপর এই ক্লাবের এক সদস্য জানতে পেরে তাঁকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। উল্লেখ্য, অভিযুক্ত রাজু দাসকে ক্লাবে কাজে এনেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।