New Update
/anm-bengali/media/media_files/Ze6PtbdMUcfbEAnfThCM.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: ডিএ (DA) নিয়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই এ বার ঈদের আগে অতিরিক্ত অ্যাড হক বোনাস (Bonus) পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের (State Govt Employee) একাংশ। রাজ্যের কয়েক হাজার কর্মীর অ্যাকাউন্টে বোনাসের টাকা পাঠানো হয়েছে। সরকারি কর্মীরা ছাড়াও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসিতে কর্মরত সংখ্যালঘু কর্মচারীরা মাথাপিছু ৫,৩০০ টাকা করে অ্যাড হক বোনাস পাবেন এবার। গতবার অ্যাড হক বোনাসের অঙ্ক ছিল ৪,৮০০ টাকা। এবার ৫০০ টাকা বৃদ্ধি পেলো সেটা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us