‘ভাইচারা নষ্টের চেষ্টা চলছেই’ — বাবরি-রাম মন্দির বিতর্কে কংগ্রেসের সুভঙ্কর সরকার

স্কুল-হাসপাতাল নয়, নির্বাচনের মুখে মসজিদ-মন্দিরের রাজনীতি— অভিযোগ প্রদেশ সভাপতির।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-06 4.19.41 PM

নিজস্ব সংবাদদাতা: বাবরি মসজিদ ও রাম মন্দির ইস্যুতে রাজনৈতিক তাপমাত্রা বাড়তেই মুখ খুললেন পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি সুভঙ্কর সরকার। তিনি স্মরণ করিয়ে বলেন, “১৯৯২ সালে বিজেপি দেশে এমন সন্ত্রাস ও ভয়ের পরিবেশ তৈরি করেছিল যা ইতিহাসে কলঙ্ক হয়ে আছে।” তাঁর অভিযোগ, আজও হিন্দু-মুসলিম ঐক্য ভাঙার চেষ্টা অব্যাহত রয়েছে।

সরকার বলেন, “কেউ বলছে বাবরি মসজিদ বানাবে, কেউ বলছে রাম মন্দির— কিন্তু পশ্চিমবঙ্গের বেকার ভাইবোনদের জন্য স্কুল, হাসপাতাল, কারখানা গড়ার কথা কেউ ভাবছে না।” আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে তিনি দাবি করেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার রাজনৈতিক ফায়দার জন্য ধর্মীয় ইস্যু সামনে আনছে।