New Update
/anm-bengali/media/media_files/lNhTB84rva5SHAUtGlCt.jpg)
নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার ট্যুইট করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী বাত্য বসু। সফল পরীক্ষার্থীদের সোনালী ভবিষ্যত কামনা করেছেন তিনি। ট্যুইট বার্তায় লিখেছেন, ''খুব কৃতী ,ভালো মানুষ হও, জীবনে সফল হও, বাংলা, দেশ ও দশের মুখ উজ্জ্বল করো।''
মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফল প্রকাশ হলো আজ। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৮৬.২%। সমস্ত সফল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সোনালী হোক তোমাদের ভবিষ্যৎ।খুব কৃতী ,ভালো মানুষ হও, জীবনে সফল হও, বাংলা, দেশ ও দশের মুখ উজ্জ্বল করো।
— Bratya Basu (@basu_bratya) May 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us