WEST BENGAL: বেতন এবং ভাতা বন্ধ! বড় স্টেপ নিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিলেন বড় সিদ্ধান্ত। ‘বেআইনিভাবে’ নিযুক্ত উপাচার্যদের পদ প্রত্যাখ্যান করার অনুরোধও করেছিলেন ব্রাত্য বসু। আইনি পরামর্শ নেওয়ার কথা বলেন।

New Update
বব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সেই সব অস্থায়ী উপাচার্যের বেতন ও ভাতা বন্ধ করা হল যাঁদের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না করে রাজ্যপাল নিয়োগ করেছেন সরাসরি।  রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে নির্দেশ পৌঁছেছে যে ওই সব অস্থায়ী উপাচার্যের নিয়োগ নাকি বেআইনি। বেতন ও ভাতা কিছুই পাবেন না। জানা গেছে যে দু’দফায় এভাবে ১৪ জন অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই অভিযোগ করেছিলেন যে উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই রাজ্যপাল যাঁদের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন, রাজ্য সরকার নাকি তাঁদের স্বীকৃতি দিচ্ছে না।