নিজস্ব সংবাদদাতা: আজ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল পর্ষদ। এরপর সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
/anm-bengali/media/media_files/D9ddYXHE68UrPrzXRl6l.jpeg)
X হ্যান্ডেলে তিনি লেখেন, 'মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ হলো আজ। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৮৬.৩% । সমস্ত সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমাদের ভবিষ্যৎ সোনালী হোক, কৃতী হও তোমরা। বাংলা, দেশ ও দশের মুখ উজ্জ্বল করো'।
/anm-bengali/media/media_files/G7HAYecINyol5Iu9RGKG.jpg)
/anm-bengali/media/post_attachments/60bdc10493f04f12af592635fafe84a893ef88ae6d97eb15a72397aa4d28d235.webp)