ফাঁপরে 'কালীঘাটের কাকু'! বড় পদক্ষেপ নিল ইডি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ‘কালীঘাটের কাকু’-র বাড়িতে দফায় দফায় গেছে সিবিআই এবং ইডির দল। বারবার তল্লাশি চালানো হয়েছে। এবার এই মামলায় উঠে এল নতুন তথ্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
sujay

নিজস্ব সংবাদদাতা: এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে নোটিশ পাঠিয়েছে ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। ৩টি কোম্পানি সংক্রান্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। গত এক সপ্তাহে ৩ কোম্পানির হিসাবরক্ষকদের কাছ থেকে বহু তথ্য পেয়েছে ইডি। 

এর আগে একটি কোম্পানির ডিরেক্টর ও অ্যাকাউন্ট্যান্টকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে ফেলেছে তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্র জড়িয়ে পড়ার পর সম্প্রতি তাঁর বাড়িতে হানা দেয় ইডির একটি দল। এছাড়া সিবিআই তল্লাশি চালায় তাঁর ফ্ল্যাটে। কয়েক লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয় সেখান থেকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ প্রথম 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর কথা মুখে এনেছিলেন।