নিয়োগ দুর্নীতি : ১৪ ঘন্টা পর্যাপ্ত নয়! ফের সিভিক ভলেন্টিয়ারকে তলব

নিয়োগ দুর্নীতির মামলার রহস্যভেদ করতে এবার স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর ইডি। শুক্রবারের পর শনিবারেও ফের তলব করা হল বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ারকে।

author-image
Pallabi Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবারই ইডির জেরার মুখে পড়েছিল  বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরা। টানা ১৪ ঘন্টার জিজ্ঞাসাবাদ পর্বের পরে শনিবারেও ফের তাকে তলব করা হয়েছে ইডির দফতরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতে, নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র ও দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তর মধ্যে যোগাযোগকারী মাধ্যমের কাজ করতেন রাহুল। নিয়োগ দুর্নীতি নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা সেই চেষ্টা চালাচ্ছে ইডি। রাহুল অনেক কিছু জেনে থাকতে পারেন বলেই মনে করা হচ্ছে।