New Update
/anm-bengali/media/media_files/juvNlVG4ZCSbQDlduDgY.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালের দুর্নীতিতে এবার সক্রিয় ভূমিকায় ধরা দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎপর ইডি। যা জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই সংক্রান্ত নথি দিল্লিতে পাঠানো হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখছে ইডির আধিকারিকরা। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়িই ইডি এই মামলায় এফআইআর করবে সন্দীপ ঘোষের নামে। তারপরই তাঁকে নিজেদের হেফাজতে ডাকবে ইডি।
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us