লকারে কী আছে? জ্যোতিপ্রিয়র স্ত্রী-কন্যার লকারের চাবি নিয়ে নিল ED

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করার পর এবার তাঁর কন্যা আর স্ত্রী রয়েছে ইডি স্ক্যানারে। এবার একের পর এক তথ্য সামনে আসছে দুর্নীতি নিয়ে আর টাকা নিয়ে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
JYOTI2

নিজস্ব সংবাদদাতা: লকারে কত গয়না রয়েছে? কার নামে ওই লকার করা হয়েছে? কী কী আছে তাতে? ইডির হাতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার ব্যাঙ্কের লকারের চাবি উঠে এসেছে যা আগামী দিনে নয়া মোড় আনতে পারে রেশন দুর্নীতির তদন্তে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিপুল সম্পত্তির পর এবার লকারের গয়না ও মূল্যবান সম্পত্তির উপর নজর পড়েছে ইডির। 

জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে দুটি লকারের চাবি পাওয়া গেছে। দুটি লকার রয়েছে সল্টলেকে। প্রিয়দর্শিনী মল্লিক ও মণিদীপা মল্লিকের নামে সেই দুই লকার। জানা গেছে যে ওই দুটি লকারের মধ্যে একটি সরকারি এবং অপরটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। এই দুটি লকারে কত গয়না বা মূল্যবান জিনিস আছে, তার পরিমাণ এবার সব খতিয়ে দেখবে ইডি। বিপুল পরিমান নামে-বেনামে অনেক সম্পত্তি রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বাকিবুরের ২০ কোটি ২৪ লক্ষ ১৬,১৯৪ টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি শেল কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করে আরও দুটি বাঁকুড়ার কোম্পানিতে বা ফার্মে পাঠানো হতো। 

hiring.jpg