'কালীঘাটের কাকু'র মুখে পার্থ চ্যাটার্জির নাম! বড় অভিযোগ তুলল ED

দীর্ঘ ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে কাল গ্রেফতার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তদন্তে অসহযোগিতা, বয়ানে অসঙ্গতি, তথ্য গোপনের চেষ্টা, তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন সুজয় কৃষ্ণ ভদ্র।

author-image
Anusmita Bhattacharya
New Update
sujayed

নিজস্ব সংবাদদাতা: গ্রেফতারের আগে জেরার মুখে ইডি-র একাধিক প্রশ্নে পার্থ চ্যাটার্জির নাম নিয়ে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার অথবা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন 'কালীঘাটের কাকু' সুজয় কৃষ্ণ ভদ্র। সন্তু গাঙ্গুলি ২৭ কোটি টাকা নেওয়ার প্রশ্নেও নাকি কালীঘাটের কাকু বিষয়টিকে পার্থ চ্যাটার্জির দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

ইডি এরপরেই বুঝতে পারে সন্তুকে নিয়েও তদন্তকারীদের বিভ্রান্ত করে কোনও গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করার চেষ্টা করছেন সুজয়কৃষ্ণ ভদ্র। বেশ কিছু প্রমাণ সামনে রাখতেই সন্তু গাঙ্গুলির সঙ্গে নিজের যোগাযোগ নিয়ে চুপ করে যান সুজয়। সুজয়ের বাজেয়াপ্ত হওয়া একাধিক মোবাইল ফোনে বিভিন্ন তথ্য ও কথোপকথন মুছে দিয়েছিলেন তিনি যা ইতিমধ্যেই উদ্ধার করে ফেলেছে তদন্তকারীরা।