সব ভোগ করেন! কীসের টানে পার্থর দুর্নীতিতে সামিল অর্পিতা? ফাঁস করল ED

নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আজ বহুদিন পর অর্পিতা আদালতে গেলেন সশরীরে। সেখানে ইডি তাঁর কীর্তি ফাঁস করল।

author-image
Anusmita Bhattacharya
New Update
Arpita Mukherjee: ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি

নিজস্ব সংবাদদাতা: বিলাসবহুল জীবনযাপনের করতে পারবেন, তাই দুর্নীতির ভেতরের সবকিছু জেনেশুনেও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। যদি তাঁর ফ্ল্যাটে কেউ জোর করে টাকা রাখেন বা সই করান তাঁকে দিয়ে তাহলে অর্পিতা কেন আগে অভিযোগ দায়ের করেননি? কারণ, তিনি এই বিলাসবহুল জীবন চেয়েছিলেন এবং তা ভোগ করেছেন তিনিও। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে দাবি করল ইডি।

ইডির বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রাজা। এবার অর্পিতাকে ঠিক করতে হবে যে তিনি ডি-ফ্যাক্টো রাণী হবেন নাকি পার্থ চট্টোপাধ্যায় তাঁর আঙ্কেল হবেন। কারণ, পার্থর ৩১ টি LIC পলিসির নমিনি হিসেবে রাখা হয় অর্পিতাকে। প্রত্যেকটাতে সইও করেন অর্পিতা। অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী যতই দাবি করুক যে পার্থর সঙ্গে কোনও সম্পর্ক নেই, কিন্তু ৩১ টি LIC পলিসিতেই পার্থকে 'কাকু' বলে উল্লেখ করা আছে।