/anm-bengali/media/media_files/9Nyun3w47DPGb7Eh7D9y.jpg)
নিজস্ব সংবাদদাতাঃরেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। কলকাতা, কল্যাণী, জয়নগর, মেদিনীপুর-সহ ৭ জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। কলকাতায় এক চাল ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় ইডি। ভবানীপুর থানা এলাকার চক্রবেড়িয়া সাউথ এলাকার বাসিন্দা লোহা সাউ নামের রেশন ডিলারের বাড়িতে এই অভিযান চলে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার তেড়েফুঁড়ে ময়দানে নামল ইডি। কল্যাণী-এ ব্লকে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সূত্রে খবর, বাকিবুর রহমানের সঙ্গে যোগ রয়েছে তাঁর। খাদ্য দুর্নীতিতে তাঁর কতটা যোগসাজশ ছিল, সেটাই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।
#WATCH | West Bengal: Enforcement Directorate (ED) raid underway in Chakraberia, Kolkata and 6 other places in various districts including Basanti, Jaynagar, Kalyani of the state, in connection with Public Distribution System scam case.
— ANI (@ANI) September 13, 2024
Visuals from Kolkata. pic.twitter.com/xX6lfWkXiP
জয়নগরের বহড়ুবাজারে একটি চালের গোডাউনে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনী সেই গোডাউন ঘিরে রাখে। গোডাউনের ভিতরে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। দেগঙ্গাতেও একটি সমবায় সমিতিতে হানা দেয় ইডি। রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে জেরা করেই জালে উঠে আসে রাজ্যের তৎকালীন প্রভাবশালী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। গ্রেফতার হন মন্ত্রীও। আপাতত জামিন পেয়েছেন বাকিবুর। তবে রেশন দুর্নীতি মামলায় তদন্ত চলছে। এদিন নতুন করে রাজ্যজুড়ে অভিযান ইডির।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us