New Update
File Picture
নিজস্ব সংবাদদাতা: সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে ইডি অভিযান। জুটমিল দুর্নীতিতে এবার অভিযানে নামল ইডি। সুনীল ঝুনঝুনওয়ালা জুটমিলের মালিক। মঙ্গলবার সকাল সকাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিন জায়গায় হানা দিল কেন্দ্রীয় সংস্থা। জুটমিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় ইডি হানা চলছে শহর জুড়ে। মঙ্গলবার সাঁকরাইল ডেল্টা জুটমিলে ও বালিগঞ্জে জুটমিলের মালিকের বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। কাউন্সিল হাউস স্ট্রিটে জুটমিলের অফিসেও তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us