New Update
/anm-bengali/media/media_files/pQbDZYjbQLJRT1h3SVUs.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি সন্ত্রাসের এক সপ্তাহের মাথায় ফের অ্যাকশনে ইডি। তিন জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি অভিযান। মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর, একযোগে তিন হেভিওয়েটের ঠিকানায় হানা দেয় ইডি। মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়ের পাশাপাশি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান।
সকাল সাড়ে ৬টা থেকে সুবোধ চক্রবর্তীর বাড়িতে চলছে ইডির অভিযান। যা জানা যাচ্ছে, পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রেখে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাড়ির দোতলায় চলছে কথাবার্তা। উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়েই চলছে জিজ্ঞাসাবাদ পর্ব।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us