পার্থ, অর্পিতা, মানিক- কার জিম্মায় কত কোটি? রিপোর্ট দিলো ED

চাকরি বিক্রির টাকার অঙ্ক ঠিক কোথায় গিয়ে পৌঁছালো? তদন্ত এখনও চলছে। সামনে এসেছে হেভিওয়েট নেতা-মন্ত্রীদের নাম। অবশেষে ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট পেশ করেছেন।

New Update
partha arpita

পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: চাকরি বিক্রির (Job Selling) টাকার অঙ্ক ঠিক কোথায় গিয়ে পৌঁছালো? তদন্ত এখনও চলছে। সামনে এসেছে হেভিওয়েট নেতা-মন্ত্রীদের নাম। অবশেষে ইডি (ED) আধিকারিকরা কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট পেশ করেছেন। তদন্ত চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) কাছ থেকে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা নগদ এবং ৫ কোটি আট হাজার টাকা মূল্যের সোনার গয়না পাওয়া গেছে। পরবর্তী ক্ষেত্রে আরও ৪৮ কোটি ৬৭ লক্ষ টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। মানিক ভট্টাচার্য (Manik Bhttacharya) একাই প্রায় ২৯ কোটি টাকার বেআইনি লেনদেনের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয় রিপোর্টে। আরও ৭ কোটি ৯৩ লক্ষ টাকার সম্পত্তি মিলেছে।