New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সম্পত্তি কিনতে কত টাকা পেমেন্ট করা হয়েছে তার হিসেব কষছে ইডি। ইডি স্ক্যানারে তৃণমূল বিধায়কের অ্যাকাউন্ট। ১৪টি সম্পত্তির নথি মিলেছে যেখানে টাকার লেনদেন হয়েছে নগদে। এছাড়াও প্রচুর সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করল ইডি। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের অ্যাকাউন্টে বড় লেনদেন। ২০১৯ থেকে ২০২১ এই ৩ বছরে ৬০ লক্ষ টাকা জমা করা হয়। ইডির অনুমান গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/zO45tQ3Ka7g2IaowKwd2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us