নিয়োগ স্ক্যাম: শান্তনুর মোবাইল ঘেঁটে মিলল 'Unknown 1'! রহস্য ফাঁস ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় এবার নতুন মোড়। ধৃত শান্তনুর ফোন থেকে বেশ কিছু তথ্য পেল ইডি। রয়েছে আরো একটি নম্বর। এই মামলায় এবার আরো বড় কিছু হতে চলেছে বলে অনুমান।

New Update
ed.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam Case) ধৃত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee) নিজের মোবাইলে সেভ করে রেখেছিলেন একটি বিশেষ নম্বর। তাতে নেই কোনো নাম। 'আননোন ১' বলেই সেভ করেছেন সেই নম্বর। চার্জশিটে (Chargesheet) এই Unknown 1- এর পরিচয় ফাঁস করল ইডি (ED)। ১১৩ পাতার চার্জশিটে এই 'Unknown 1'- এর সঙ্গে চ্যাটের বিষয়বস্ত উল্লেখ করা হয়েছে। ইডি দাবি করেছে যে এই নম্বর যাঁর তাঁর কাছ থেকে ১ কোটি ৩৯ লক্ষ টাকা নেন শান্তনু। ওই ব্যক্তি নাকি তাঁর পরিচিত আত্মীয়দের চাকরি (Job) পাইয়ে দেবেন বলে শান্তনু বন্দোপাধ্যায়কে টাকা দেন। সমস্ত চ্যাট, চিঠির ফটো কপি, মোবাইল স্ক্রিন শট, শান্তনুর দুটি মোবাইল থেকে পেয়েছে ইডি।