New Update
/anm-bengali/media/media_files/CzTtbWAbcmRIqu8Beg0o.jpg)
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ধৃত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি ইডি (ED) পেয়েছে আরো কিছু তথ্য। পাওয়া গেছে 'Unknown 1' নামে সেভ করা একটি ব্যক্তির চ্যাট। সেই চ্যাট উদ্ধার করে বড় তথ্য পেয়েছে ইডি। এই ব্যক্তির কাছ থেকে ১ কোটি ৩৯ লক্ষ টাকা নিয়েছিলেন শান্তনু। পরিচিত আত্মীয়দের চাকরি পাইয়ে দেবেন বলে নাকি টাকা দেন তিনি। এই নিয়ে একটি চিঠি পাওয়া গেছে যেখানে লেখা, ''প্ৰিয়, শান্তনু, ১ কোটি ৩৯ লক্ষ টাকা নিয়ে চাকরি দিতে পারোনি। এই আত্মীয়রা জমি বিক্রি করে টাকা দিয়েছিল চাকরির জন্য। কিন্তু ৪ বছর পরেও চাকরি মেলেনি। কিন্তু এখন চাকরি না পাওয়ায় টাকা ফেরতের জন্য তাঁরা চাপ দিচ্ছে। কীভাবে টাকা ফেরত দেবে, সেটা তোমার বিষয়। কিন্তু যে ভাবে পারো টাকা ফেরত দাও''।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us