বড় খবর: নিজের নামে না অন্য নামে ৪০টি অ্যাকাউন্ট কালীঘাটের কাকুর?

সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ চরিত্র বলে মনে করছে ইডি। গ্রেফতারির পর থেকে সুজয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য হাতড়ে দেখছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

author-image
Anusmita Bhattacharya
New Update
sujayk

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: তিনটি সংস্থার সঙ্গে ‘কালীঘাটের কাকু’র যোগাযোগের কথা আগেই জানিয়েছিল ইডি। এবার নিয়োগ মামলার সঙ্গে যুক্ত ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও সন্ধান পাওয়া গেছে বলে জানা গেল। এই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঘেঁটে নিয়োগ মামলার আরও গুরুত্বপূর্ণ দিক খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন আধিকারিকরা। এমনকি, এই সমস্ত তথ্য ঘেঁটে ইতিমধ্যেই সুজয়ের সম্পর্কে বেশ কিছু পেয়ে গেছে ইডি। তবে আধিকারিকরা মনে করছেন যে ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও ‘কালীঘাটের কাকু’র সঙ্গে যুক্ত আরও অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যেতে পারে। 

গত ৩০ মে ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করে ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি দফতরে তিনি কাজ করতেন বলে জানিয়েছিলেন। সুজয়ের নাম নিয়েছিল কুন্তল। সুজয়ের সঙ্গে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিধায়ক মানিক ভট্টাচার্যের যোগ থাকার পাশাপাশি তৃণমূলের দুই বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষেরও আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল বলে জানা গেছে।