রেশন দুর্নীতিতে এবার মমতার নামে কোম্পানি! জ্যোতিপ্রিয়র কীর্তি ফাঁস

এবার রেশন দুর্নীতি কাণ্ডে চমকে দেওয়া আপডেট। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক ছাড়াও আর কার কার নামে খোলা হয়েছে কোম্পানি?

author-image
Anusmita Bhattacharya
New Update
JYOTI2

নিজস্ব সংবাদদাতা: রেশন বন্টন দুর্নীতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। প্রথমে ব্যবসায়ী বাকিবুর আর তারপর প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির জালে ধরা পড়ে গেছেন। আর এই জ্যোতিপ্রিয়বাবু ওরফে বালুকে গ্রেফতারির পর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য পাচ্ছে ইডি। রাজ্যের প্রভাবশালী মন্ত্রীকে গ্রেফতার করার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ইডি। তদন্তকারী সংস্থা অভিযোগ তুলেছে যে একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা তছরুপ করা হয়েছে। দুর্নীতির টাকা পাচারে একের পর এক ভুয়ো কোম্পানির নাম উঠে এসেছে। 

এবার যে তথ্য সামনে এসেছে তাতে মাথায় হাত ইডি গোয়েন্দাদের। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে কাজে লাগানো হয় ১০ টি ভুয়ো সংস্থা যার হদিস পেয়েছে ইডি।জানা যায় যে ভুয়ো কোম্পানিগুলি নিজের স্ত্রী, কন্যা ও পরিবারের সদস্যদের নামে চালাতেন জ্যোতিপ্রিয়। এছাড়াও নতুন করে যেই ১০ কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম পাওয়া গেছে মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক হাওড়া নিবাসী অভিজিত্‍ দাসেরও। অভিজিত্‍ দাসের নামে রয়েছে ৩টি কোম্পানি। অন্য ৩ কোম্পানির দুটির ডিরেক্টর অভিজিত্‍ দাসের মা মমতা ও স্ত্রী সুকন্যা।

hiring.jpg