New Update
/anm-bengali/media/media_files/jlBUXmN51NLjDfQ2Q9hT.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের দুই বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের দাপট এবং টাকার লেনদেন নিয়ে এর আগে নানা কথা শোনা গিয়েছে। প্রোমোটার অয়ন শীলের গ্রেফতারির পর আবার নতুন করে সামনে এসেছে পুরসভায় চাকরি-দুর্নীতির তদন্ত। এখন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার ও জেরা করার পরে ইডি দাবি করছে যে শান্তনু-কুন্তল বা অয়ন চাকরির টোপ দিয়ে টাকা তোলার চক্রে কাজ করতেন সুজয়ের ‘মিডলম্যান’ বা দালাল হিসেবেই।
সুজয় রাজ্য জুড়ে এমনই বহু দালালের মাধ্যমে নিয়োগ দুর্নীতিতে সক্রিয় ছিলেন বলে এই সংস্থা দাবি করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার অন্যতম কর্মী সুজয়ের প্রভাবশালী-যোগের একের পর এক সূত্র ও তথ্য পাচ্ছে ইডি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us