ফের অ্যাকশন মুডে ED, নজরে রেশন দুর্নীতি, কলকাতার ৪ জায়গায় হানা

সন্দেশখালির ঘটনার ১০ দিন পার। ফের একবার রেশন দুর্নীতিকাণ্ডে আসরে ইডি।

author-image
SWETA MITRA
New Update
ED HANA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রেশন দুর্নীতিকাণ্ডে ফের একবার অ্যাকশন মুডে ইডি (ED)। আজ কলকাতার ৪  জায়গায় ইডির হানা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে শঙ্কর আঢ্যর অফিসে ইডির আধিকারিকরা। বিদেশী মুদ্রার লেনদে রফি আহমেদ কিদওয়াই রোড, চৌরঙ্গী, সল্টলেক, কলিন্স স্ট্রিটে হানা ইডির আধিকারিকদের। এমনকি শঙ্কর আঢ্যর সিএ-র অফিসেও হানা দিয়েছে ইডি।