BREAKING: ফের বাংলায় বেজে উঠলো ভোটের দামামা ! নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করলো নির্বাচন কমিশন

দেখুন এই মুহূর্তের সবথেকে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Eci

নিজস্ব সংবাদদাতা : আজ গুজরাট, কেরালা, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের মোট ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI)। এই উপনির্বাচন আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে এবং ভোটগণনা হবে ২৩ জুন। গুজরাটের দুটি আসন — কাদি (সংরক্ষিত আসন) ও বিশ্ববাদার, কেরালার নিলাম্বুর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং পশ্চিমবঙ্গের কালিগঞ্জ বিধানসভায় এই উপনির্বাচন হবে।

ECI