New Update
/anm-bengali/media/media_files/cnpC0bgLhqCAZZ56xRIw.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা জুড়ে চলছে ডুরান্ড কাপের উৎসব । রবিবার আবারও মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।এরই মাঝে রেফারিং নিয়ে অভিযোগ ইস্টবেঙ্গলের । শুক্রবার ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক ডাকে ইস্টবেঙ্গল আর সেখানে বলা হয় ,একটি বিশেষ ক্লাবকে সুবিধা করে দেওয়া হচ্ছে।যে ভাবে রেফারিং হচ্ছে তা নিয়ে খুশি নয় ইস্টবেঙ্গল। এই বিষয় নিয়ে আয়োজকদের কাছে সরাসরি সরকারি ভাবে অভিযোগ জানাবে । আজই অভিযোগ করা হবে বলে জানায় যায় ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us