New Update
/anm-bengali/media/media_files/tifJbvCUdvCdLi559NE2.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এই লড়াই সমাজ সংস্কারের লড়াই। আর তাই শত্রু-মিত্র ভুলে কাঁধে কাঁধ, হাতে হাত মেলালো ইস্টবেঙ্গল – মোহনবাগান। ফের একবার আরজি কর ঘটনার প্রতিবাদে দ্রুত বিচার চেয়ে পথে নামলো এই দুটি দল। তাঁদের সঙ্গ দিল মহামেডান ক্লাবও। এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ফুটবলের এই তিন ক্লাব। সবার মুখে একটাই স্লোগান শোনা যায়, ‘জাস্টিস ফর আরজি কর’। ক্লাবের ফ্যানেরা জানিয়েছেন, যতদিন না বিচার মিলছে, ততোদিন তাঁদের এই প্রতিবাদ চলবে।
/anm-bengali/media/media_files/IiAqYnTO60Lj9S16SM51.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us