New Update
/anm-bengali/media/media_files/VH35WpwkhhCMS3W2hp8d.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ যুবভারতীতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান । গোটা রাজ্যে জুড়ে এক অন্য উন্মাদনা । কেউ বলছে যতবার ডার্বি ততবার হারবি, অন্যদিকে বলছে বুক চিরে দেখ লাল হলুদ। আজ নদীয়া জেলা তার ব্যতিক্রম নয়। ক্লাবের পতাকা হাতে নিয়ে তীব্র উল্লাস উভয় দলের সমর্থকদের। নিজেদের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী দুই দলের সমর্থকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us