/anm-bengali/media/media_files/2025/07/20/earthquake-165333220-16x9_0-2025-07-20-14-05-37.webp)
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে কলকাতায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগর (Bay of Bengal)। এই কম্পনের জেরে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পটি আজ, শুক্রবার, সকাল ১০টা ১০মিনিট নাগাদ আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলা উপকূল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের গভীরে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে: ১.কলকাতার বিভিন্ন বহুতল অফিস ও আবাসন থেকে আতঙ্কিত মানুষজন দ্রুত রাস্তায় নেমে আসেন। ২. কম্পন অনুভূত হয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ৩. কিছু কিছু জায়গায় দীর্ঘক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় জনমনে ভয় দেখা দেয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/17/WiAUC6s7AtTmdd3hyvpp.webp)
তবে, এখনও পর্যন্ত কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছে।
#earthquake in Kolkata. #earthquakeKolkatapic.twitter.com/jT7KFuTDPR
— HASIBUDDIN CHOWDHURY (@IAMHASIB) November 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us