/anm-bengali/media/media_files/2025/04/24/ivLp9xiSxTRFfHcKBeA3.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার কংগ্রেস প্রধানমন্ত্রীদের নিশানা করে বড় বার্তা দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি।
তিনি বলেছেন, "নেহেরু থেকে শুরু করে রাজীব গান্ধী পর্যন্ত, সোনিয়া থেকে শুরু করে, রাহুল পর্যন্ত.... সবাই একই ডায়লগ দিয়ে গেছে, "GARIBI HATAO" ... কিন্তু এদের শাসনকালে এরা গরিবদের কথা ভাবেনি উল্টে কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি করে গরিবদের টাকা চুরি করেছে। দেশের সম্পদ সবথেকে বেশি চুরি করেছে কংগ্রেস এবং গান্ধী-নেহেরু পরিবার।
ন্যাশনাল হেরাল্ডের টাকা অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের টাকা , সেটা পর্যন্ত চুরি করতে ছাড়েনি কংগ্রেস।
INA র সম্পদ কোথায় গেল তার এখনো পর্যন্ত হদিস পাওয়া যায়নি।
এরা যখন গরিবদের জন্য কথা বলে তখন হাসি পায়।"
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
নেহেরু থেকে শুরু করে রাজীব গান্ধী পর্যন্ত, সোনিয়া থেকে শুরু করে, রাহুল পর্যন্ত.... সবাই একই ডায়লগ দিয়ে গেছে, "GARIBI HATAO" ... কিন্তু এদের শাসনকালে এরা গরিবদের কথা ভাবেনি উল্টে কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি করে গরিবদের টাকা চুরি করেছে। দেশের সম্পদ সবথেকে বেশি চুরি করেছে… pic.twitter.com/RPAjcQKMBV
— Tarunjyoti Tewari (@tjt4002) May 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us