BREAKING: এই কাজ না করলে মিলবে না দুর্গাপুজোর অনুদান! জানিয়ে দিল হাইকোর্ট

তাড়াতাড়ি জানুন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
durga

নিজস্ব সংবাদদাতা: এবার পুজো অনুদান মামলায় বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। "গত বছর কলকাতা পুলিশ এলাকায় ২৮৭৬টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল। প্রত্যেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, আদালতে মন্তব্য রাজ্য সরকারের। "৪১৭৯৫টি পুজো কমিটি এই অনুদান নিয়েছে। যে পুজো কমিটিগুলো গত বছর নির্দিষ্ট সময়ে রাজ্যের অনুদানের হিসাব পেশ করেছে এ বছর তারাই অনুদান পাবে", জানিয়ে দিল বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বাকি পুজো কমিটিগুলোকে অনুদান দিতে কোনও বাধা নেই, নির্দেশ আদালতের।

calcutta high court