New Update
/anm-bengali/media/media_files/ANRMcSpalCb5WD7mUBby.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো সকলের। না সেখানে কোনও ধর্ম থাকে, না সেখানে কোনও ভেদাভেদ থাকে। বছরের এই চারটে দিনই সকলে মিলে কাটাতে পারে। সবকিছুর ঊর্ধ্বে থাকে নিখাদ আনন্দ। সেই তালিকায় পরে এরাও।
কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সোনাগাছি। যৌনপল্লী বা নিষিদ্ধপল্লী হিসেবে পরিচিত। কিন্তু দুর্গাপুজোয় এই জায়গার গুরুত্ব অনেক বেশি। এখানের মাটিই প্রথম ব্যবহার করা হয় মায়ের আদল গড়ার কাজে। ফলে পুজোতে সোনাগাছির ভূমিকা অপরিসীম। সেই সেখানকার যৌনকর্মীরায় এবার পুজোয় মেতে উঠলেন। 'আমাদের পুজো, আমরাই মুখ' এটাই তাঁদের পুজোর থিম। গতকাল অর্থাৎ চতুর্থীতেই সেখানে মা দুর্গাকে বরণ করা হয়েছে।
#WATCH | West Bengal: Sex workers of Kolkata’s Sonagachi organise Durga Puja, on the theme of 'Amader Poojo, Amrai Mukh’ (18.10) pic.twitter.com/OseTdJvJSb
— ANI (@ANI) October 19, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us