/anm-bengali/media/media_files/MlC8SQLXCUPt9TQ3WB3f.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সারা রাজ্যে এখন দুর্গাপুজোর আমেজে। পুজোর মেজাজে ৮ থেকে ৮০ সব নাগরিক। এই পরিস্থিতির কথা মাথায় রেখে চতুর্থী–পঞ্চমী থেকেই সারারাত বাস চালানোর পরিকল্পনা রয়েছে রাজ্য পরিবহণ দফতরের। তবে এখানেই থামছে না পরিবহণ দফতর। মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত যাতে দর্শনার্থীরা শহর চষে ঠাকুর দেখতে পারেন এবং প্যান্ডেল হপিং করতে পারেন তার জন্য সারারাত সরকারি বাস চালানোর সিদ্দান্তও নিয়েছে পরিবহণ দফতর। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ৪৫০টি বাস এবার রাস্তায় নামাতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।
সরকারি বাসের পাশাপাশি বেশ ভাল পরিমাণ বেসরকারি বাস চালানো হবে বলেও মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি বাস শুধু রাতেই চালানো হবে ২০০টি। এই ২০০টি বাস চলবে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত। আর সপ্তমী থেকে নবমী ৪৫০টি সরকারি বাস রাতের জন্য শুধু চলবে। শহরের বড় বড় মণ্ডপ ছুঁয়েই ঘুরতে পারবেন বাসে। এমনভাবেই তৈরি করা হচ্ছে সেই বাস রুট। এসি, নন এসি ২ রকম বাসই পাবেন আপনারা সারারাত। পঞ্চমীর দিন সকালেই শুরু হয়ে যাবে এই বাস পরিষেবা। শেষ বাস ডিপো থেকে ছাড়বে রাত ১২ টা নাগাদ। কারণ সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি অফিস বন্ধ থাকবে না এই ২ দিন। সুতরাং একপক্ষের ছুটি থাকলেও অপরপক্ষকে অফিস যেতেই হবে। তাই সকাল থেকেই বাস চালানো হবে সবার কথা মাথায় রেখে। দুপুরের পর সেই পরিষেবা তুঙ্গে উঠবে।
রাজ্য পরিবহণ দফতর দাবি করছে যে বিশেষ শাটল বাস পরিষেবা চালু করা হবে ধর্মতলা থেকে ডানলপের মধ্যে। ইএম বাইপাস, নিউটাউন এবং বারাসতেও এই পরিষেবা পাওয়া যাবে। এমনকী এসি ট্রামও চালু করা যেতে পারে। গড়িয়াহাট থেকে শ্যামবাজার ভায়া ধর্মতলা এসি ট্রাম চালানোর কথা রয়েছে। তবে সেটাও চলবে দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমী এই ৩ দিন। তবে এই এসি ট্রাম আগে থেকে বুকিং করে নিতে হবে। কারণ এটি শুধু গন্তব্যে পৌঁছে দেবে না, শহরের নামকরা দুর্গাপুজো গুলি পরিক্রমাও করিয়ে দেবে। একজন যাত্রীকে সেক্ষেত্রে ৬০০ টাকা ভাড়া দিতে হবে। একডালিয়া, সিংঘি পার্ক থেকে হাতিবাগান সার্বজনীনের মতো বড় দুর্গাপুজোগুলি দেখিয়ে দেবে এই এসি ট্রাম। রাজ্য পরিবহণ দফতরের ওয়েবসাইটে গিয়ে টিকিট কেটে নিতে পারেন পুজো পরিক্রমার জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us