৬৬ পল্লীর পুজোতে এবার ফুঁটে উঠবে কেরালার ঐতিহ্য !

দূর্গা পুজো - ৬৬ পল্লী।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-23 at 9.48.45 PM

66 PALLI

নিজস্ব সংবাদদাতা : এবছর ৭৫তম বর্ষে পদার্পন করতে চলেছে ৬৬ পল্লীর পুজো। আর তাই এই বছরটা অবশ্যই একটু বিশেষ হতে চলেছে ৬৬ পল্লীর পুজো উদ্যোক্তাদের কাছে। আর এই ৭৫তম বর্ষে ৬৬ পল্লীর দূর্গা পুজোর থিম হতে চলেছে 'শক্তিরূপা -দ্য মিস্টিক ডিভাইন'। পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। এবারের এই পুজোর থিমে থাকতে চলেছে কেরালার একটি বিশেষ ঐতিহ্যের ছোঁয়া।

WhatsApp Image 2025-09-23 at 9.48.44 PM (1)
66 PALLI

কেরালার একটি ঐতিহ্যবাহী লোকশিল্প 'থেইয়ামের' ছোঁয়া থাকতে চলেছে এবারের পুজো মণ্ডপে। আর শুধু ছোঁয়াই নয়,কেরালা থেকে সরাসরি থেইয়াম শিল্পীদের এনে দর্শকদের লাইভ পারফরম্যান্স দেখানোর ব্যবস্থাও থাকতে চলেছে। তাই এই অসাধারণ বিষয়টি কোনভাবেই মিস করা চলবে না। তাহলে আপনারাও আসছেন তো ৬৬ পল্লীর পুজোতে ?