আজ যে মায়ের বিদায়বেলা, বাবুঘাটে ধরা পড়লো মনখারাপের ছবি

চোখের জলের মতোই মাকে বিদায় জানাচ্ছে মর্ত্যবাসী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-02 at 20.44.39

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘মা আসছে’— সেই আনন্দের আবেগকে বিদায় জানিয়ে এবারের মতো কৈলাশযাত্রায় পা বাড়ালেন দেবী দুর্গা। নিয়ম মেনে বৃহস্পতিবার সকাল থেকেই বাবুঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের আচার। বৃষ্টির মাঝেই ঘাটে ভিড় জমাচ্ছেন ভক্তরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সকাল থেকেই শহরের আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল। বেলা বাড়তেই নেমে আসে বৃষ্টি। যেন চোখের জলের মতোই মাকে বিদায় জানাচ্ছে মর্ত্যবাসী।

তবে বৃষ্টি উপেক্ষা করেই ভিড় জমছে শহরের বিভিন্ন ঘাটে। বাবুঘাটে সকাল থেকেই শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। মায়ের মূর্তি নিয়ে ভক্তরা এগিয়ে চলেছেন গঙ্গার দিকে। চলছে সধবাদের সিঁদুরখেলা, রাঙা হয়ে উঠছে গাল আর সিঁথি।

আজ সারাদিন জুড়ে কলকাতার ঘাটে দেখা যাবে একই ছবি— বিদায়ের বেদনা, সিঁদুর খেলার উচ্ছ্বাস আর প্রতিমা বিসর্জনের চেনা আবেগ।