New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নিজস্ব সংবাদদাতা:। যাত্রী সুরক্ষা ও সাবওয়ে তৈরির দাবিতে এই অবরোধ করা হয়েছে বলে জানা গেছে। অবরোধ করেছে দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চ। অবরোধের জেরে বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। ফলে অফিস টাইমে চরম ভোগান্তির মুখে পড়ে যাত্রীরা। যদিও পরে অবরোধ উঠে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us